পুলিৎজার পেলেন আসামের সাংবাদিক সঙ্ঘমিত্রা
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৭ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, অনলাইন জার্নালিজম, সাহিত্য ও সঙ্গীতে সাফল্যের জন্য অন্যতম পুরস্কার পুলিৎজার পেলেন আসামের সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা। এই পুরস্কারকে সাংবাদিকতার নোবেলও বলা হয়ে থাকে।
লস অ্যাঞ্জেলস টাইমস টিমের সদস্য হিসেবে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে তিনি এই পুরস্কার জেতেন। সঙ্ঘমিত্রা ও তার দল সান বার্নান্ডিনো হামলার তদন্তের জন্য এই পুরস্কার পান।
আসামের বাসিন্দা মহেশ ও নির্মলা কলিতার সন্তান সঙ্ঘমিত্রা কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) নিউ জার্সি ব্যুরোর চাকরি দিয়ে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন তিনি।
নিউ ইয়র্কের সংবাদপত্র নিউজ ডে-তে ভারতীয় অর্থনীতি ও বিশ্ববাজারে ভারতের অবস্থান নিয়ে প্রতিবেদনের সিরিজ লিখে পরিচিতি পান কলিতা। ২০০৩ সালে বেস্ট বিজনেস স্টোরি হিসেবে প্রকাশিত হয় তার বেশ কিছু লেখা।
শুধু সাংবাদিকতাই নয়, গল্পের বইও লিখেছেন সঙ্ঘমিত্রা। তিন উদ্বাস্তু পরিবারের কাহিনি নিয়ে লেখা তার বই সাবার্বান সাহিবস বেশ জনপ্রিয়তা পায়।
বিদেশে দীর্ঘ দিন থাকা সত্ত্বেও এখনও দেশের মাটির প্রতি টান অনুভব করেন সঙ্ঘমিত্রা। মূলত ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হওয়ার লক্ষ্যে বিদেশে পাড়ি দেওয়া ভারতীয়দের কাছে সাংবাদিকতাকেও অন্যতম পেশার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চান তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।