ঝিনাইদহে নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
ঝিনাইদহের এক গৃহবধূ তার স্বামীর নিত্যদিনের পাশবিক নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই গৃহবধূর নাম যমুনা বেগম। সে দুই সন্তানের জননী।
যমুনা বেগমের স্বজনরা জানায়, ৫ বছর আগে শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের মেয়ে যমুনার বিয়ে হয় একই উপজেলার চরপাড়া গ্রামের নাজের আলীর সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করতো স্বামী।
এতিম যমুনা বেগম বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দেয়। তারপরও থেমে থাকে না তার নির্যাতন।
রবিবার রাতে স্বামী নাজের আলী তাকে মারধর করে। নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করেন যমুনা বেগম।
পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম সাংবাদিকদের জানায়, যমুনা বেগম আত্মহত্যা করেছে। তবে নির্যাতনের কারণে কি না কেউ অভিযোগ করেনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।