দর্শনা সীমান্তে বাংলাদেশী ভাই-বোনকে ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশী ভাই-বোনকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই দুই বাংলাদেশী ভাই-বোনকে ফেরত দেওয়া হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০০৮ সালে দিনাজপুর জেলার বিরল উপজেলার শংকরপুর গ্রামের দ্বিনেশ চন্দ্র রায়ের কন্যা শ্রীমতি চায়না রায় (১৭) ও তার ছোট ভাই রিদয় রায়কে (১১) কাজের প্রলোভনে সীমান্তের ওপারে পাচার করে দেওয়া হয়। অবশেষে ভারতের বহরমপুর জেলার রাধিকাপুরে বিএসএফের হাতে আটক হলে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
পুলিশের মাধ্যমে তাদেরকে আদালতে প্রেরণ করা হলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বহরমপুর আনন্দাশ্রম সেফ হোমে রাখা হয়েছিল।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নিজ আবাসস্থলের কথা বললে দুই দেশের সমন্বয়ের ভিত্তিতে নদীয়া জেলার কৃষ্ণনগর থানার গেদে বিএসএফ ক্যাম্পে পাঠানো হয়। গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ সি তারা দত্ত দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলামের কাছে হস্তান্তর করে।
কাষ্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।