চাকমা রাজমাতা আরতি রায় আর নেই
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়ের মা রাজমাতা আরতি রায় আর নেই। আরতি রায় সাবেক চাকমা রাজার ত্রিদিব রায়ের স্ত্রী ছিলেন।
রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা জানান, রাজমাতা আরতি রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী সোমবার ভোর রাতে তাকে ঢাকা থেকে রাঙামাটিতে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই সোমবার (২৫ এপ্রিল) সকালে তিনি মারা যান।
বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী রাজবনবিহার এবং রাজবিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুর ২টায় তার মৃতদেহ দাহ করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।