ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে পানিতে ফেলে হত্যা, আটক ১

সিলেট সদর উপজেলার সাদীপুর ইউপির কুড়িবিল গ্রামে ধর্ষণে বাধা দেওয়ায় পানিতে ফেলে রাইজুল মিয়া (৭) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।
নিহত রাইজুল উপজেলার সাদীপুর ইউপির সাদীপুর গ্রামের আনছার মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত আকতার আলী (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত আকতার একই গ্রামের আলম আলীর ছেলে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আকতার রাইজুলকে হত্যার কথা স্বীকার করেছে।
পুলিশ ও এলকাবসী সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ এপ্রিল) দুপুরে আকতার আলম শিশু রাইজুল মিয়াকে নিয়ে ডিঙ্গি নৌকায় স্থানীয় কুড়িবিলে বেড়াতে যায়। কুড়িবিলের একটি ঝোপের কাছে গিয়ে আকতার শিশু রাইজুলকে ধর্ষণের চেষ্টা করলে রাইজুল তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আকতার রাইজুলকে পানিতে ফেলে হত্যা করে কুড়িবিলের ঝোপের ভেতর গুম করে বাড়িতে চলে যায়।
সন্ধ্যা হয়ে গেলেও রাইজুল ফিরে না আসায় তার পরিবারের লোকজন ও স্থানীয়রা আকতারকে আটক করে এ ব্যাপারে জানতে জিজ্ঞাসাবাদ করে। পরে রাইজুলের লাশ কুড়িবিলের ঝোপের ভেতর আছে বলে আকতার জানায়।
ঘটনাটি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু রাইজুলের লাশ উদ্ধার করে এবং আকতারকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল আউয়াল জানান, আকতারকে আসামি করে হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তাকে সোমবার (২৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।