ট্রাম্পকে ঠেকাতে ক্রুজ-কাসিচের জোট
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন দলীয় আরো দুই মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ ও জন কাসিচ।
ফ্রন্টরানার ট্রাম্প যেন জুলাইয়ে অনুষ্ঠেয় কনভেনশনের আগে প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেট না পেতে পারেন সে প্রচেষ্টার অংশ হিসেবে তারা কয়েকটি রাজ্যে একে অপরের বিরুদ্ধে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরফলে জুলাই কনভেনশন বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে এবং হোয়াইট হাউসের দৌড়ের ক্ষেত্রে নিজেদের পথকে সুগম করবে বলে তাদের আশাবাদ।
যদিও ট্রাম্প ক্রুজ ও কাসিচের প্রচেষ্টাকে তাদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে টেড ক্রুজ ও জন কাসিচের নির্বাচনী শিবির থেকে ট্রাম্প ঠেকানোর জোটের কথা জানানো হয়। এখন পর্যন্ত ৩২টি রাজ্যে রিপাবলিকান দলীয় ককাস বা প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ২০টি রাজ্যে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার মোট ডেলিগেটের সংখ্যা এখন ৮৪৭।
এছাড়া ১৯ এপ্রিল অনুষ্ঠিত সর্বশেষ নিউইয়র্ক প্রাইমারিতেও জয় পান ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেক্সাস সিনেটর টেড ক্রুজ ১০টি রাজ্যের ককাস বা প্রাইমারিতে জয় পেয়েছেন। আর তার প্রাপ্ত মোট ডেলিগেটের সংখ্যা ৫৫৯।
তৃতীয়স্থানে থাকা ওহাইও গভর্নর জন কাসিচের ডেলিগেট প্রাপ্তির সংখ্যা ১৪৮। যদিও টেড ক্রুজ ও কাসিচ উভয়ই নিজেদেরকে দলীয় মনোনয়ন পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।