ঐক্যবদ্ধ জাসদের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জে রাবি শিক্ষক হত্যার প্রতিবাদ ও ঐক্যবদ্ধ জাসদের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ।
সোমবার দুপুর পৌনে বারটায় শহরের নিমতলা কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ নামফলক স্তম্ভে সমাবেশ করে।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার, ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করাসহ ‘সমাজতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ জাসদ চাই’-স্লোগাণে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাহবুব-উল-ইসলাম, জেলা শ্রমিক জোটের সভাপতি আবু বাক্কার, জাতীয যুবজোট কেন্দ্রীয কমিটির সদস্য ও জেলা সভাপতি হাবিবুর রহমান, শিবগঞ্জ উপজেলা জাসদ নেতা আজিজুর রহমান, জাসদ ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি আক্তার হামিদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অসিম প্রমুখ।
মিছিলের স্লোগানে ও সমাবেশের বক্তৃতায় নেতা-কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার তীব্র প্রতিবাদ করেন ও হত্যাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সেই সাথে তারা কেন্দ্রীয় জাসদের অখন্ডতা রক্ষা করে ঐক্যবদ্ধ জাসদের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
গণমিছিল শুরুর পূর্বে বেলা পৌনে ১১টায় নেতা-কর্মীরা জাসদ কার্যালয়ে কর্মীসভা করেন। কর্মসূচীতে সমগ্র জেলার কয়েকশত নেতা-কর্মী যোগ দেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।