শ্যামনগরে মাদার নদীর বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে মাদার নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রমজাননগরের বেড়িবাঁধের উপর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলনের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ইউপি মেম্বর আব্দুল হামিদ লাল্টু, শিক্ষক আব্দুল করিম, আব্দুর রউফ, শেখ আব্দুল আলীম, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সাংবাদিক আফজালুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাঁধে ভাঙণ দেখা দিয়েছে। যে কোন বাঁধ ভেঙ্গে উপকূলীয় এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি। আসছে বর্ষা মৌসুমের আগেই বাঁধ সংস্কারের দাবি জানান বক্তারা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।