আইএসপিআরের নতুন পরিচালক রাশিদুল হাসান
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে এ নিয়োগ দিয়ে রাশিদুল হাসানের চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
একই আদেশে আইএসপিআরের বিদায়ী পরিচালক মো. শাহীনুল ইসলামের প্রেষণ প্রত্যাহার করে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সশস্ত্রবাহিনীসহ প্রতিরক্ষা কর্মবিভাগগুলো সম্পর্কে কার্যকর ও সঠিক তথ্য বিভিন্ন প্রচারমাধ্যমে তুলে ধরা, বাহিনীগুলোর তথ্য প্রকাশের জন্য বিভিন্ন রচনা, চিত্র, প্রতিবেদন নিরীক্ষা ও ছাড়পত্র প্রদানসহ সামরিক তথ্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা আইএসপিআরের দায়িত্ব। পরিচালকই হচ্ছেন এ দফতরের শীর্ষ কর্মকর্তা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।