আটক জাবি শিক্ষার্থীদের মুক্তিতে আলটিমেটাম

সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে অবরোধ কর্মসূচি থেকে আটক ১২ নেতাকর্মীর মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেয়া হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে এই আলটিমেটাম দেন জাবির ছাত্র ইউনিয়নের সদস্য ও প্রগতিশীল ছাত্রজোটের সংগঠক নাহিদ তাসনিম জাহান পিয়া।
উল্লেখিত সময়ের মধ্যে নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে প্রক্টরের পদত্যাগে এক দফা দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।