- হোম
- >
- মুক্তিযুদ্ধ
- >
- আজ সলঙ্গা গণহত্যা দিবস
আজ সলঙ্গা গণহত্যা দিবস
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

২৫ এপ্রিল সলঙ্গা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামে নির্মম গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। সিরাজগঞ্জ জেলার সর্ববৃহৎ এ গণহত্যায় প্রায় দুইশ আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় এ অঞ্চলের শোকাবহ কালো দিবস।
জানা যায়, ১৯৭১ সালের ২০ এপ্রিল পাবনা জেলার কাশিনাথপুর ডাব বাগানে হানাদার পাকিস্তানি ও মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। এই যুদ্ধে নিহত হয় অর্ধশতাধিক পাক হানাদার। এ ঘটনার প্রতিশোধ নিতে হানাদার বাহিনী ২৫ এপ্রিল রবিবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট হতে পাবনার কাশিনাথপুরের উদ্দেশ্যে যাত্রা করে।
পথিমধ্যে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের অনতি দূরে চড়িয়ায় রাস্তায় ব্যারিকেডের সম্মুখীন হয়ে যাত্রাবিরতি করে পাক হানাদারেরা।
এ সময় তারা সন্ধান পায় চড়িয়ার পূর্বদক্ষিণ পাশে অন্য একটি কাশিনাথপুর গ্রামের। এই গ্রামকেই পাবনা জেলার কাশিনাথপুর মনে করে খুঁজতে থাকে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি।
তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদরদের সহযোগিতায় পাকবাহিনী সন্ধান লাভ করে চড়িয়া মধ্যপাড়ায় ডা. শাজাহান আলী, ইয়াকুব আলী ও মোহাম্মদ আলীসহ অন্যদের প্রচেষ্টায় গড়ে ওঠা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ঘাঁটির। আর ওই ঘাঁটি তছনছ করে দিতে শুরু হয় পাকবাহিনীর নির্মম গণহত্যা।
ওইদিন বিকেলে পাকিস্থানি সেনারা চড়িয়া শিকারসহ আশ পাশের ৩/৪টি গ্রামের প্রায় দুই শতাধিক মুক্তিকামী মানুষকে আটকের পর দু’লাইনে সারিবদ্ধ দাঁড় করিয়ে মেশিনগানের গুলিতে হত্যা করে। পরবর্তীতে এদের মধ্যে ৬৩ শহীদের পরিচয় পাওয়া যায়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।