দমুড়হুদায় ৬ ইউনিয়নের আ.লীগ প্রার্থীর নাম ঘোষণা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকাল পৌনে ৪ টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম এই নাম ঘোষণা করেন।
চেয়ারম্যান প্রার্থী হলেন- দামুড়হুদা সদর ইউনিয়ন মোঃ শহিদুল ইসলাম (টুপি শহিদুল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (দামুড়হুদা সদর), জুড়ানপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, হাউলী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান ভুট্টু, কুড়ুলগাছি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল্লা বাহার, পারকৃষ্টপুর-মদনা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাকারিয়া আলম।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।