- হোম
- >
- মুক্তিযুদ্ধ
- >
- আগামিকাল দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ সিপাহী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী
আগামিকাল দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ সিপাহী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী

আগামিকাল মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের অধীনে দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা সিপাহী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী। সোমবার (২৫ এপ্রিল) এ উপলক্ষে তার নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামে দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন। দুপুরে আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।