ডিমলায় ৭ ইউপি নির্বাচনে আ.লীগ ৫, স্বতন্ত্র ২

নীলফামারী ডিমলায় তৃতীয় দফা ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) ৭টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
৭টি ইউনিয়নের নির্বাচিত প্রার্থীরা হলেন- ডিমলা সদরে আবুল কাশেম সরকার (আ.লীগ) নৌকা প্রতীক নিয়ে ৯৭২৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিজুল ইসলাম (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮১২৫ ভোট।
বালাপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম ভূইয়া (আ.লীগ) নৌকা প্রতীক নিয়ে ৬৩৪৪ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম (স্বতস্ত্র প্রার্থী) আনারস প্রতীক নিয়ে ৪৭৫৮ ভোট পেয়েছেন।
পশ্চিম ছাতনাই ইউনিয়ন আনোয়ারুল হক সরকার (আ.লীগ) নৌকা প্রতীক নিয়ে ৬৫৯৯ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা (স্বতস্ত্র প্রার্থী) আনারস প্রতীক নিয়ে ৫০৩০ ভোট পেয়েছেন।
খালিশা চাপানী ইউনিয়নে আতাউর রহমান সরকার (আ.লীগ) নৌকা প্রতীক নিয়ে ৬১২৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান (স্বতস্ত্র প্রার্থী) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫২১ ভোট।
ঝুনাগাছ চাপানী ইউনিয়নে আমিনুর রহমান (স্বতস্ত্র প্রার্থী) আনারস প্রতীক নিয়ে ৫৪৬২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক চৌধুরী (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৮৪ ভোট।
পূর্ব ছাতনাই ইউনিয়নে আব্দুল লতিফ খান (স্বতস্ত্র প্রার্থী) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কমির সরকার (আ.লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৪৭ ভোট।
এছাড়া উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই নির্বাচনে এলাকার সর্বস্তরের লোকজন সন্তোষ প্রকাশ করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।