নড়াইলে নৌকা প্রতীকে আগুন, গ্রেপ্তার আতঙ্কে বিএনপি

নড়াইলের বাসগ্রাম ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের ব্যানার এবং বাশেঁর তৈরি নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে বিএনপিরি দলের সমর্থেকদের মধ্যে চলছে গ্রেপ্তার আতঙ্ক।
শনিবার গভীর রাতে দারিয়াপুর বাজার এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে দারিয়াপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম সমর্থকেরা নৌকা প্রতীকের ব্যানার পুড়িয়ে দিয়েছে।
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ফকির বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। বার বার নাটক করছে এবং সব সাজানো ঘটনা। সিরাজুল ইসলামের সমর্থকেরা পুড়িয়ে আমার ওপর দোষ চাপাচ্ছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।