- হোম
- >
- কৃষিজ ও প্রাণিজ
- >
- ইরির বাম্পার ফলন সত্বেও দুশ্চিন্তায় কৃষক
ইরির বাম্পার ফলন সত্বেও দুশ্চিন্তায় কৃষক
নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ার ইছামতি বিলে ইরি ধানের ফলন ভালো হওয়ায় চাষিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এতে কৃষকের মুখে হাসি ফুটে উঠলেও ধানের দাম নিয়ে সংশয় থাকার কারণে সেই হাসি বজায় থাকবে নাকি ম্লান হয়ে যাবে তা নিয়ে ভাবনায় পড়েছে কৃষকরা।
জানা যায়, আবহাওয়া অনুকুলে থাকায় এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ ইরি ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে স্থানীয় কৃষকরা ধান কাটা শুরু করেছেন। এলাকার সকল মাঠ জুড়েই এখন শুধু ইরি ধানের মৌ মৌ গন্ধ।
একজন কৃষক জানান, লাহুড়িয়া ভাটি এলাকায় নিচু জমিতে ইরি ধান কাটার পর গত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বন্যার সহিষ্ণু শিশুমতি, ডেপো, মনোহর, গোছা, লালদিঘি, জাবড়া, বাশিরাজ, বড়দিঘা, লাল দিঘা প্রভৃতি দেশি জাতের ইরি ধান বীজ বোনা হয়েছিল। এ ধানের বৈশিষ্ট্য হলো বন্যার পানি যত বাড়ে পানির সঙ্গে পাল্লা দিয়ে ধান গাছও বাড়তে থাকে। তবে খরায় এ জাতের ধানের ফলন তেমন ভাল হয় না। এ বছরের শুরুতে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে বেশি বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভাল হয়েছে। দেশি আগাম জাতের ধান চাষে বিঘা প্রতি কৃষকের খরচ হয় প্রায় এক হাজার টাকা। আগাছা দমন ছাড়া তেমন কোনো খরচ নেই। নেই কোনো পোকার উপদ্রপ।
এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার তালবাড়িয়া, কালনা, কামঠানা, মোচড়া, চরকরফা, চরবকজুড়ি, কুমড়ি, বাকা, সিংগা, ঝিকড়া, আমাদা, দেবী, শুলটিয়া, নোয়াগ্রাম, সত্রহাজারী, শরশুনা হালনা এলাকা জুড়ে শুধু ইরি ধানের ক্ষেত। এ বছর ধানের ফলন বেশি হওয়ায় কৃষকরা খুশি। তাই তো নতুন ধান ঘরে তুলতে নতুন গোলা তৈরি করেছেন তারা। ঘরে ঘরে নবান্নের উৎসব শুরু হয়েছে।
চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৩শত ৩৫ হেক্টর জমিতে ইরি ধান রোপন করা হয়। এর মধ্যে ৭ হাজার ২২০ হেক্টর জমিতে রোপা আমন এবং ২ হাজার ১০১ হেক্টর জমিতে বোনা আমন ধান রোপন করা হয়। ওই জমিতে ১৭ হাজার ৬৯৪ মেট্রিকটন চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ বছর ফলন ভালো হওয়ায় ওই জমিতে ২০ হাজার ৮১৪ মেট্রিকটন চাউল উৎপাদিত হবে বলে আশা করা যায়। কিন্তু ধানের দাম নিয়ে উদ্বিগ্ন কৃষকেরা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।