চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের টার্মিনাল নির্মাণে চুক্তি
চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) একটি টার্মিনাল করার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এর আগে সোমবার ঢাকার হোটেল রেডিসনে মন্ত্রী পর্যায়ে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) টার্মিনাল নির্মিত হলে ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি সরবরাহ করা হবে। এ ছাড়া এই টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ সরবরাহ আরো দ্রুততর হওয়ার পাশাপাশি দেশের চাহিদা পরিপূর্ণ মেটানো সম্ভব হবে
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।