- হোম
- >
- চিত্র-বিচিত্র
- >
- ছাদের তাপে ডিম ভাজলেন নারী
ছাদের তাপে ডিম ভাজলেন নারী
তীব্র গরমে অতিষ্ঠ আমাদের পাশের দেশ ভারত। কয়েক সপ্তাহ ধরেই চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে। গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আর সেই গরমে এখন পর্যন্ত তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
তবে এরকম অবস্থায় ধরা পড়লো এক অন্য ছবি। প্রচণ্ড গরমের সুবিধা নিতে দেখা গেল এক নারীকে। কোনো চুলা ছাড়াই ছাদের উপরই দিব্যি বানিয়ে নিলেন ওমলেট।
ওভেন নেই। নেই কড়াই। দিতে হয়নি তেলও। কিন্তু, দিব্যি ওমলেট বানালেন তেলেঙ্গানার করিমনগরের এক নারী। কিন্তু, কীভাবে? যে কাঠফাটা রোদে বেরোলেই চান্দি ফাটছে, তার সাহায্যেই বাড়ির ছাদের উপরে ডিম ফাটিয়ে ওমলেট বানালেন তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।