ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মাদ্রাসাছাত্রকে নির্যাতন

ফেনীতে এক মাদ্রাসাছাত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছেন এক শিক্ষক। পালিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করায় ওই ছাত্রকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের মধ্যম চাড়িপুর মিছবাহুল কোরআন ওয়াস ছুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পরে ওই ছাত্রকে ফেনী সদর হাসপতালে ভর্তি করা হয়। শিশুটির বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের সাতগরিয়া গ্রামে।
শিশুটির বাবা এয়াকুব নবী জানান, তার ছেলে আরিফুল ইসলাম ফেনী শহরের পাগলামিয়া সড়ক এলাকার মিছবাহুল কুরআন উলুম ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফয বিভাগের ছাত্র। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাড়ি যাওয়ার জন্য ছুটি চেয়েছিল সে। ছুটি না পেয়ে পালিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা চালায় শিশুটি। এতে রেগে যান মাদ্রাসা শিক্ষক মোশাররফ হোসেন। ক্রিকেট খেলার ব্যাট-স্ট্যাম্প দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দুই দফায় বেধড়ক পেটান তিনি।
ঘটনার শিকার আরিফুল ইসলাম জানায়, গত ৩ সপ্তাহ আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়। শুক্রবার বাড়িতে যেতে চাইলে মাদ্রাসা শিক্ষক মোশাররফ তাকে ফ্যানে ঝুঁলিয়ে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারতে থাকেন। মারধর থেকে বাঁচতে সে বাথরুমে আশ্রয় নিলে অন্য দুই ছাত্রকে দিয়ে দেয়াল টপকে বের করে এনে দ্বিতীয় দফায় মারধর করেন তিনি।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরোয়ার জাহান জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, শনিবার রাতে শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন। রাত ১০টার দিকে ওই মাদ্রাসায় অভিযান চালালেও মোশারফ হোসেন নামে সেই শিক্ষক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।