রুবেলের নতুন অস্ত্র ‘বাটারফ্লাই’

অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন। কারণ একটাই, হাঁটুর চোট। চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে জ্বলে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এই পেসার জানিয়েছেন, তাঁর ভাণ্ডারে যোগ হয়েছে একটা নতুন অস্ত্র, যার নাম বাটারফ্লাই ডেলিভারি।
গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সুপারস্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন রুবেল। তার পরই হানা দেয় চোট। তাই এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হয়েছিল তাঁকে। সেই হতাশা পেছনে ফেলে সামনে তাকিয়ে রুবেল। ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লিগে ভালো খেলতে তিনি মরিয়া, ‘এখন আমার প্রধান লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। আমাকে প্রত্যেক ম্যাচে ভালো করতে হবে। চেষ্টা করব লিগের সেরা পাঁচ বোলারের মধ্যে থাকার।’
নতুন চ্যালেঞ্জের জন্য নতুন অস্ত্রে শান দিচ্ছেন রুবেল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড-বধের নায়ক জানিয়েছেন, আমি প্রিমিয়ার লিগে নতুন ধরনের স্লোয়ার বল করার চেষ্টা করব। অনেক সিনিয়র ক্রিকেটার আমাকে বলেছেন যে এই ডেলিভারি বেশ ভালো কাজ করছে। ‘তুমি এই বল ম্যাচেও করতে পারো’ বলে তাঁরা আমাকে দারুণ উৎসাহ দিয়েছেন।
‘বাটারফ্লাই’ নামে নতুন ডেলিভারি সম্পর্কে রুবেলের ব্যাখ্যা, ‘আমার নতুন বলটার নাম বাটারফ্লাই। এটা করার সময় আঙুলের ওপরের অংশ দিয়ে বল ধরতে হবে। এরপর একই অ্যাকশনে স্লোয়ার ডেলিভারি দিতে হবে।’
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।