প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে জবাই করে হত্যা

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বায়ার ভোলাবাড়ি এলাকায় সাফিয়া বেগম (২৫) নামের এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করেছে স্বামী।
রবিবার বেলা ১১টার দিতে স্বামীর বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নগরীর শাহমখদুম থানা পুলিশ। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরো এক নারী। নিহত ওই গৃহবধূ একই এলাকার আয়নাল হকের স্ত্রী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, রবিবার সকাল ১১টার দিকে আইনাল হকের স্ত্রী সাফিয়া বেগম (২৫) বাড়ির সামনে রাস্তার ধারে কাজ করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে আইনাল বাড়ির ভেতর থেকে হাঁসুয়া ও ছুরি নিয়ে গিয়ে সাফিয়া বেগমকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেন। এতে সাফিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আইনাল হক তাকে প্রকাশ্যে হাঁসুয়া দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন।
আইনালকে থামাতে গেলে তিনি তার ছোট ভাই মৃত বাবুলের স্ত্রী সোমা বেগমকেও ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
ওসি জানান, ঘটনার পর আইনাল হক হাঁসুয়া ও ছুঁরি নিয়ে ঘটনাস্থলেই বসে ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তিনি পুলিশের কাছে হাঁসুয়া-ছুঁরি জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।