জামায়াতকে নিষিদ্ধ করা উচিত: জয়

জামায়াত-শিবিরের মত সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার ভোর ৩ টায় এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান তিনি।
আইএসের সাময়িকী 'দাবিক'-এর চতুর্দশ সংখ্যায় বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সাক্ষাৎকারে আবু ইব্রাহিম দাবি করেন, যুদ্ধাপরাধের বিচার এবং শীর্ষনেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু কর্মী আইএসে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, 'জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু নেতা-কর্মী শিরক ছেড়ে বাংলার খিলাফতের সৈনিক হিসেবে যোগ দিচ্ছে।
এ ব্যাপারে স্ট্যাটাসে জয় লিখেছেন, 'আমরা বাঙালিরা ১৯৭১ সাল থেকে জানি যে, জামায়াত-ই-ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন। এখন আবারো এটি ইসলামিক স্টেটের তরফ থেকে সরাসরি প্রমাণ হল।'
'জামায়াতের সদস্যরা সক্রিয়ভাবে আইএসে যোগ দিচ্ছে' উল্লেখ করে স্ট্যাটাসে জয় আরো লিখেছেন, 'আজ পর্যন্ত, যত জঙ্গি বাংলাদেশে গ্রেফতার হয়েছে তারা সব জামায়াতের অথবা এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সদস্য ছিল। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিৎ।'
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।