- হোম
- >
- কৃষিজ ও প্রাণিজ
- >
- গাইবান্ধায় ধানের শীষ আছে, ধান নেই
গাইবান্ধায় ধানের শীষ আছে, ধান নেই
ফরহাদ আকন্দ
প্রিন্টঅঅ-অ+
ছত্রাক জাতীয় নেটব্লাক রোগে আক্তান্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইরি-বোরো ধান ক্ষেত। এ রোগে আক্রান্ত ক্ষেতে ছোট-বড় শীষে ধান থাকলেও মিলছে না দানা। শীষ বাহির হওয়া মাত্রই ধানের ভেতরে মিলছে সাদা জাতীয় ছত্রাক। যার নাম ‘নেটব্লাক’। এ রোগে আক্রান্ত ক্ষেতে শীষে ধান থাকলেও তাতে দানা না থাকায় কৃষকের মাথায় বাজ পড়েছে।
মৌসুমি প্রধান উৎপাদন ক্ষেত ইরি-বোরো ধান। প্রতি বছরের ন্যায় এবারও কৃষকরা এক বুক আশা নিয়ে ধার-দেনা ও চড়া সুদে ঋণ নিয়ে ধান বুনে এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। ইরি-বোরো ধান রোপনে হাড় ভাঙা কষ্ট করতে হয়েছে এসব কৃষকদের। তারপরেও ধানের শীষে ধান মিললেও মিলছে না তার ভেতরে দানা।
উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, সঠিক সময়ে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করেছি। অতিযত্নে সেচ ও শ্রম দিয়ে ধানের গাছগুলো আস্তে আস্তে বড় করে তুলেছি। কিন্তু শীষ বাহির হওয়া মাত্রই ধানের ভেতরে দানা না হয়ে সাদা হয়ে আসছে। তিনি আক্ষেপ করে বলেন, শীষে ধান আছে কিন্তু দানা নাই, এ ধান দিয়ে কি হবে?
সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সুত্র জানায়, এ বছর অধিকাংশ জমিতে ইরি-বোরো ধানের এ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তবে কি কারণে ধান ক্ষেতের এ অবস্থা তা কৃষকরা জানেন না। তারা বলেন, ভাল বীজের কথা বলে ডিলাররা তাদের খারাপ বীজ দিয়েছেন।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম বলেন, চলতি বছর উপজেলায় ২৫ হাজার ৭শ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কিছু জমিতে ছত্রাক নামক নেটব্লাক রোগ দেখা দিয়েছে। তবে বেশকিছু ধানের ক্ষেতে ‘নাটিবো’ ও ‘ট্টুপার’ কিটনাশক ব্যবহারে অনেকটাই এ রোগ নিরাময় হয়েছে।
তিনি আরো বলেন, আক্রান্ত হওয়া ওই সব জমিতে সঠিক সময়ে নাটিবো অথবা ট্টুপার কিটনাশক ব্যবহারের কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। যারা সঠিক সময়ে কিটনাশক ব্যবহার করেছেন একমাত্র তারা অনেকটাই উপকৃত হয়েছেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।