এড়িয়ে চলুন চার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৮ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
নারীরা অনেক সময় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে ভয় পান। কারণ তাঁদের আশঙ্কা থাকে, গর্ভনিরোধকের পার্শ্বপ্রতিক্রিয়ায় মোটা হয়ে যাওয়ার। অন্যদিকে, পুরুষদের কাছে নিরোধ ব্যবহার করাটা অনেকসময় বিরক্তিকর হয়ে দাঁড়ায়। পুরুষদের একাংশ মনে করেন, নিরোধ ব্যবহার করলে পূর্ণ তৃপ্তি মেলে না।
এই প্রতিবেদনে এমন চারটি সনাতন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলি এড়িয়ে চলাই হবে একজন স্মার্ট পুরুষের পরিচয়।
১. উইথড্রল মেথড: নিরোধের পরই পুরুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল উইথড্রল মেথড। সহজ কথায়, সঙ্গিনীর সঙ্গে চূড়ান্ত মুহূর্তের ঠিক আগে পুরুষ নিজেকে সংবরণ করে নেন। কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় গলদ হল, গোটাটাই নির্ভর করে পুরুষটির তৎপরতার উপর। অনেক সময় দেখা যায়, চরম মুহূর্তে একজন পুরুষ নিজেকে সংবরণ করতে পারেন না।
২. ড্রাই অর্গাজম পিল: বাজারে ড্রাই অর্গাজম পিল নাম এক ধরণের ওষুধ চালু রয়েছে। সেক্সের তিন-চার ঘন্টা আগে উচ্চ রক্তচাপের ওষুধ খেলে নাকি একটানা ৪৮-৭২ ঘন্টার জন্য পুরুষদের বীর্যে শুক্রাণু উৎপাদন হয় না। কিন্তু আধুনিক গবেষণা বলছে, এই ওষুধ খেলে ভালর থেকে মন্দ হওয়ার সুযোগ বেশি। এমনকী, এই পদ্ধতি ১০০% কাজ নাও করতে পারে বলেও জানিয়েছেন গবেষকরা।
৩. গ্যালাটিক ক্যাপ: এটি এমন এক ধরণের নিরোধ যা আস্ত পুরুষাঙ্গ নয়, শুধুই তার মাথাটুকু ঢাকতে পারে। এক সময় এই গ্যালাটিক ক্যাপও জন্মনিয়ন্ত্রণের জনপ্রিয় পদ্ধতি ছিল, কিন্তু দেখা গিয়েছে শতকরা ১৫-১৮ বার এই পদ্ধতি বিফলে যায়।
৪. গোসিপল: চীনের জনপ্রিয় পদ্ধতি হল এই গোসিপল। গাছের শিকড় থেকে পাওয়া এক ধরণের নির্যাস যা পুরুষের শুক্রাণুকে নিস্তেজ করে দেয়। কিন্তু সমস্যা হল, চীন ছাড়া অন্যান্য দেশে এই পদ্ধতি জনপ্রিয় নয়। ২২% সময়ে এই পদ্ধতি কাজও করে না।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।