গর্ভ নিরোধক, পুরুষ কেন নয়! (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৮ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
কারোর বক্তব্য স্বামীর কন্ডোমে অরুচি। কেউ কেউ আবার অভিযোগ করেন, রোজ গর্ভনিরোধক পিল খেতে বাধ্য করা হয়। এমন কেন হবে, এবার সরাসরি প্রকাশ্যে প্রশ্ন তুলছেন নারীরা।
কেউ গৃহবধূ। কেউ আবার চাকুরিজীবী। কারোর রয়েছে ব্যবসা। কিন্তু, এদের সকলের একটাই প্রশ্ন— গর্ভনিরোধক ব্যবহারে শুধুই মেয়েরাই কেন? তাঁদের অভিযোগ, ‘স্বামী যৌনমিলনের সময়ে কন্ডোম ব্যবহার করতে চান না।
তাঁরা নাকি বলেন, কন্ডোম পরলে সব মজাই মাটি হয়ে যায়। তুলনায় স্ত্রী যদি একটি গর্ভনিরোধক পিল নিতে থাকেন, তাহলে মজাটা আর মাটি হয় না।’ পুরুষদের এই আচরণের বিরোধিতা করে তৈরি হয়েছে এক অভিনব ভিডিও। যার নির্মাতা অনাম মিশ্র নামের জনৈক ফোটোগ্রাফার।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।