- হোম
- >
- চিত্র-বিচিত্র
- >
- বিকিনিতে বিমান সেবিকা!
বিকিনিতে বিমান সেবিকা!
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৮ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
শাড়ি থেকে স্কার্ট। বিমান সেবিকাদের সমস্ত প্রথাগত পোশাককে ইঁদুর দৌড়ে নিমেষে অনেক পিছনে ফেলে দিল রেড হট বিকিনি।
কী বিশ্বাস হচ্ছে না? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এবার বিকিনিতেই বিমানের অতিথিদের স্বাগত জানাল থাইল্যান্ডের একটি বিমান সংস্থা।
আর এই বিকিনির দৌলতেই ভিয়েতজেট নামের এই বিমানসংস্থা পৌঁছে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
এই সংস্থা চালু হওয়ার মাত্র দু’বছরের মধ্যেই অন্যান্য এয়ারওয়েজকে পিছনে ফেলে সাফল্যের সিঁড়িতে চড়েছে চড়চড় করে। এরইমধ্যে ভিয়েতনামের বিমান পরিবহনশিল্পের ৩০ শতাংশ বাজার নিজেদের পকেটে পুড়েছে তারা।
এই বিমানসংস্থার সিইও ন্যুয়েন থি ফুয়াং থাও দেশের প্রথম নারী হিসাবে বিমানশিল্পে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন। এমনকি বিমান সেবিকাদের পোশাকের পরিকল্পনাও তারই।
আর এবার সেই বিকিনি ভাগ্যে খুলতে চলছে তার ভাগ্যও। ভিয়েতনামের প্রথম নারী হিসাবে ১০০ কোটি টাকার মালিক হতে চলেছেন ন্যুয়েন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।