ভোমরা বন্দরে ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান জব্দ
সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা থেকে ১১টি ট্রাকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৬৬ দশমিক ৩ মেট্রিক টন ভারতীয় পান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভোমরার বাঁশকল চেক পোস্ট থেকে এই পানগুলো জব্দ করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বন্দর ছেড়ে যাওয়ার সময় ১১টি ট্রাকে থাকা দেড় কোটি টাকা মূল্যের ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান জব্দ করা হয়। জব্দ করা এসব পানের মধ্যে ৬০ ভাগই কর ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে।
এদিকে সুমাইয়া এন্টারপ্রাইজ পানগুলো এদেশে আমদানি করেছে আর ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।