‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’ শুরু

নারী নিপীড়ন বিরোধী প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য চত্বরে আজ থেকে শুরু হল ‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই আত্মরক্ষা প্রশিক্ষণের প্রথমদিনে প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক লাকী আক্তারের নেতৃত্বে সতেরো জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন তায়কোয়ান্দো ব্ল্যাকবেল্ট জেসমিন আক্তার রুমা।
আত্মরক্ষা প্রশিক্ষণের এ আয়োজন সম্পর্কে লাকী আক্তার বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় বসে থাকার সুযোগ নেই। তাই আমরা নিজেরাই আত্মরক্ষার উদ্যোগ গ্রহণ করেছি”।
প্রশিক্ষক জেসমিন আক্তার রুমা উচ্ছাস প্রকাশ করে বলেন, “সবার মধ্যে দ্রুত শেখার আগ্রহ আছে। প্রথমদিনেই তারা অনেক ভাল পারফরম করেছে।”
প্রতি শুক্রবার নিয়মিত এই প্রশিক্ষণ চলবে বলে প্রীতিলতা ব্রিগেড থেকে তিনি নিশ্চিত করা হয়। আত্মরক্ষা প্রশিক্ষণে যেকোনো বয়েসে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও খুব শিঘ্রই দেশের অন্যান্য জেলায়ও এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানানো হয়। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৬২৫৪২৯৯২৭, ০১৫১৬১৬০৬১৬।
প্রসঙ্গত, গত বছর বর্ষবরণ উদযাপনে নারী ও শিশুদের উপর হওয়া যৌন হয়রানির ঘটনার পর নারী নিপীড়ন রুখতে প্রীতিলতা ব্রিগেড গড়ার ঘোষণা দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার। এর প্রায় এক বছর পর গত ২ এপ্রিল ‘তনুদের লাঠি মিছিল’ শিরোনামে লাঠি মিছিল করে এই ব্রিগেড এর প্রথম কর্মসূচী পালিত হয়। সেদিনই নিপীড়কদের বিরুদ্ধে দাঁড়াতে নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শুরুর ঘোষণা দেন লাকী আক্তার।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।