গণপরিবহনের ভাড়া কমবে
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনে ভাড়া কমে আসবে। আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কেরোসিন, অকটেন, পেট্রোলসহ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। তিন ধাপে মূল্য কমানো হবে।’
তিনি আরোও বলেন, এ ছাড়া ভেজাল জ্বালানি তেল বিক্রি করলে পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করা হবে।
আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধাপে ১০ টাকা কমানো হবে। আশা করি, তেলের দাম কমলে যানবাহনে ভাড়া কমে আসবে। এর সুফল জনগণ পাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় ধাপ ৫-৬ মাস পর, বাকিটা এর পরে করা হবে।’ তবে তিন ধাপে কত টাকা কমবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।