- হোম
- >
- চিত্র-বিচিত্র
- >
- মৎস্যকন্যা এবার ডাঙায়
মৎস্যকন্যা এবার ডাঙায়

প্রাচীন নারী চরিত্র মৎস্যকন্যা। সামুদ্রিক পরিবেশে যার বসবাস। জল যার বেঁচে থাকার অন্যতম অনুষঙ্গ কিন্তু এবার ডাঙায় মিলেছে এই মৎস্যকন্যাকে। তবে বাস্তবে নয়, একটি বিজ্ঞাপনে মৎস্যকন্যারূপে দেখা যাবে মডেল অভিনেত্রী সূচনা আজাদকে। এমনটাই জানালেন সূচনা।
সম্প্রতি তিনি একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। এখানে সূচনাকে এই চরিত্রে দেখা যাবে। তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন অভিনেতা আনন্দ খালেদ। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন।
এ প্রসঙ্গে সূচনা আজাদ বলেন, ‘বিজ্ঞাপনটিতে কাজ করে খুব ভালো লেগেছে। এতে আমার চরিত্রটি মৎস্যকন্যার। এ চরিত্রে এমনিতেই আলাদা একটা ফ্লেভার রয়েছে। কাজ করতে গিয়েও খুব মজা পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’
এই বিজ্ঞাপনের কয়েকটি স্থিরচিত্রে দেখা যায় মৎস্যকন্যা রেস্টুরেন্টে বসে আছেন। বিজ্ঞাপনটি করতে গিয়ে আপনি জলে নেমেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘(হেসে) আসলে জলেই থাকার কথা ছিল কিন্তু তা হয়নি। বরং রেস্টুরেন্টে বসে আছি। এটাই মজার বিষয়। বাকীটা আর বলা যাবে না।’
গত ৩০ মার্চ রাজধানীর কোক স্টুডিওতে এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলেও জানান এই অভিনেত্রী।
সম্প্রতি আমেরিকান ড্রিম চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সূচনা। এতে চিত্রনায়িকা পপির স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করছেন এই অভিনেত্রী। বাংলাদেশে এই চলচ্চিত্রের আরো দুদিন শুটিং হবে। সূচনা জানান, তারপরের অংশের দৃশ্যধারণের কাজ আমেরিকাতে হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।