আফ্রিকায় পাচার হওয়া বাংলাদেশি উদ্ধার: আটক ২

আফ্রিকায় পাচার হওয়া এক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাজধানীর খিলগাঁও থেকে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ সংস্থাটি। আটককৃতরা হলেন, সজীব (২৯) ও বেলায়েত (২৬)।
রবিবার (০৩ এপ্রিল) বিকেলে র্যাব-৩’র অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার এ বিষয়টি জানান।
সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।