এবার বাজেটে ইসিআর মেশিন বাধ্যতামূলক হচ্ছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৩ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
আগামি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন বাধ্যতামূলক করা হচ্ছে।
রবিবার (৩ এপ্রিল) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাকবাজেট আলোচনাকালে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় অর্থমন্ত্রী বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পণ্য বিক্রি করলে তার বিপরীতে ভ্যাট আদায় নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো হবে।
তিনি আরো বলেন, ফিন্যানশিয়াল রিপোর্টিং আইন হয়েছে। এখন এই আইন বাস্তবায়নের জন্য খুব শিগগিরই কমিশন গঠন করা হবে। এতে আর্থিক খাতে যে অস্বচ্ছতা রয়েছে তা অনেকাংশেই কমে যাবে।
ব্যাংক কমিশনের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, আপাতত ব্যাংক কমিশন গঠন করা হচ্ছে না। বিভিন্ন ব্যাংকের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরডি সচিব মেজবাহ উদ্দিন এবং ইআরএফের সভাপতি সাইফুদ্দিন দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইআরএফের সদস্যরা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।