লিবিয়ায় সংঘর্ষে তিন বাংলাদেশিসহ নিহত ৪

লিবিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন।
রবিবার (২৭ মার্চ) বেনগাজিতে এ ঘটনা ঘটে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া চার ব্যক্তির মধ্যে তিনজন বাংলাদেশি। তাঁরা হলেন যশোরের হাসান, রাজবাড়ীর রহিম ও ঝিনাইদহের হুমায়ুন।
নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তিনি পাকিস্তানের নাগরিক হতে পারেন বলে জানান তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।