কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্টঅঅ-অ+

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা। ঘটনারস্থল থেকে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ কাঞ্চু মিয়া(৩৫) বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে সংবাদের ভিত্তিতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের দিয়াডাংগা বিওপির সুবেদার মোঃ সহিদুল ইসলাম নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। ভোর ৪টায় মেইন পিলার ৯৮৪ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলমারী স্থানে অবস্থান নেয়। এ সময় একজন হেঁটে গরু নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই গরুর রাখাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। সেখান থেকে বিজিবি টহল দল ভারতীয় ৬টি বলদ গরু আটক করে। আটককৃত গরুর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে জানা গেছে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ জাকির হোসেন জানান, আটককৃত গরুগুলো জয়মনিরহাট শুল্ক অফিসে জমা করা হয়েছে এবং আটককারীকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।