হিলিতে তিন শিশুসহ পাচারকারী আটক

হিলি সীমান্তবর্তী ফকিরপাড়া এলাকা থেকে তিন শিশুসহ মাফিজুল ইসলাম নামের এক শিশু পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত শিশুরা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলা ইটাইবাওনা গ্রামের এনামুল হকের ১০ বছরের শিশু কন্যা রিয়া মনি ও ৬ বছরের শিশু পত্র জয় এবং হিলি বাজার এলাকার মাহাফুজার রহমানের ৬ বছরের শিশু পুত্র মেহেদুল ইসলাম নাহিদ।
স্থানীয়রা জানায়, মাফিজুল ইসলাম নামের ওই পাচারকারী তিন শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোড়া-ফেরা করছিলো। এ সময় শিশুদের কান্না দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা মাফিজুলকে আটক করে এবং তার সাথে থাকা তিন শিশুকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
শিশুরা জানায়, রেলষ্টেশন এলাকায় খেলার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় হাকিমপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।