বিসিডিপি উদ্যোগে নাটোরে ধূমপানবিরোধী কর্মশালা
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ডেভলপমেন্ট প্রোগ্রাম-বিসিডিপি সরকারের ধূমপানবিরোধী আইন বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও ষ্টক হোল্ডারদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিসিডিপি চাঁপাইনবাবগঞ্জ এবং ধূমপানবিরোধী কোয়ালিশন, নাটোর এর যৌথউদ্যোগে নাটোরে পালিত হল ধূমপানবিরোধী কর্মশালা।
মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে দিনব্যাপি অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। তিনি সরকারের তামাকবিরোধী আইনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল জনগণ অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই আইন বাস্তবায়নে সহযোগীতা করবে। তাছাড়া এই আইনের ফলে অনেক প্রতিষ্ঠান ধূমপান মুক্ত হয়েছে। তিনি এই সাইনেজের মাধ্যমে নাটোর জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়িকে ধূমপান মুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
কর্মশালায় বিসিডিপি চাঁপাইনবাবগঞ্জের নিবার্হী পরিচালক আলতাব হোসেন প্রজেক্টরের মাধ্যমে ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পুলিশ প্রশাসনের করণীয় ও দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন। পরে বিসিডিপি’র প্রোগ্রাম অফিসার মনোয়ার হোসাইন ধূমপান আইন ও ধূমপানের ক্ষতিকর প্রভাবের উপর ভিডিও চিত্র প্রদর্শন করেন।
কর্মশালায় অনান্যদের মাঝে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপপরিদর্শক, নাটোর ধূমপানবিরোধী কোয়ালিশনের ফোকাল পার্সন প্রভাতি বসাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।