দেশে জিকা ভাইরাস শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২২ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ৬৫ বছর বয়সি এক ব্যক্তিকে জিকা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচাপলক দীন মোহাম্মদ নূরুল হক।
প্রতিমন্ত্রী জানান, ওই রোগীর পরিবারের সদস্যসহ আশপাশের ১৫৯ নারী ও পুরুষের রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে, তবে তাদের রক্তে কোন ভাইরাস পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘জিকা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে বসবাস করছেন। তার থেকে পরিবারের অন্য কেউ আক্রান্ত হননি।’
মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু, জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জিকা ভাইরাস মোকাবিলায় সরকার প্রস্তুত। তবে মশা নিয়ন্ত্রণ করতে হবে ও জনগণকে সচেতন থাকতে হবে।’
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনের পরে এ ব্যাপারে জানার জন্য যোগাযোগ করা হলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে এ জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, আইইডিসিআর, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সেই নমুনা বিশ্লেষণের সময় জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। জিকা ভাইরাস নিয়ে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির শরীর থেকে সংগৃহীত নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয় ১৩ মার্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস নিশ্চিত করার পর এ ব্যাপারে আজ ঘোষণা দেওয়া হলো।
সরকারের সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক একেএম শামসুজ্জামান বলেন, ‘আমরা চট্টগ্রামে আমাদের কার্যক্রম আরো জোরদার করেছি।’
গর্ভবতী মা মশাবাহিত এ রোগে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠন থাকতে পারে অপূর্ণ। এ রোগকে বলে মাইক্রোসেফালি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।