লক্ষ্মীপুরে স্বাস্থ্য সচিবসহ ৯ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ
লক্ষ্মীপুরসহ সারা দেশে প্রায় ২১ হাজার স্বাস্থ্য সহকারী দ্বারা তৃণমূল পর্যায়ে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগ এনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের নয় কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
স্বাস্থ্য সহকারীরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না নিয়ে শিশু ও নারীসহ জনগণকে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদান করায় রেজিষ্ট্রার্ড ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।
রবিবার সকালে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মাহমুদুল হক সুজনের জনস্বার্থে করা নোটিশে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে সনদবিহীন স্বাস্থ্য সহকারীদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা বন্ধে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।
নোটিশটি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, চট্রগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য), লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন, জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাঠানো হয়।
আইনজীবী মুহাম্মদ মাহমুদুল হক সুজন জানান, গত ১১ ও ১২ মার্চ তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের খবরের মাধ্যমে জানতে পারেন লক্ষ্মীপুরসহ সারা দেশে প্রায় ২১ হাজার স্বাস্থ্য সহকারী কাজ করছেন। তাঁরা নবজাতক, শিশু, কিশোরী ও গর্ভবতী মহিলাদের টিকাদানসহ সাধারণ মানুষকে তৃনমূল পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু স্বাস্থ্য সহকারীদের কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অথচ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনে যেসব ভেটেইনারী ফিল্ড এ্যাসিস্ট্যান্ডরা হাঁস-মুরগি ও গরু- ছাগলসহ গবাদি পশুর চিকিৎসা করে, তাঁরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে ডিপ্লোমা সনদধারী হয়। এ ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীরা ডিপ্লোমা সনদধারী না হয়েও টিকা ও চিকিৎসা সেবা প্রদান করেন, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য সহকারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। তা না হলে সনদবিহীন স্বাস্থ্য সহকারীদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা বন্ধে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দেওয়া হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।