‘ট্রি-ম্যান’এর অস্ত্রোপচার সম্পন্ন
‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদারের বাম হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৯ মার্চ) এ অস্ত্রোপচার চলে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বলেন, আবুল বাজনাদারের বাম হাতের সব আঙুলের অপারেশন করা হয়েছে। এর আগে আমরা তার ডান হাতের অপারেশন করেছি। সেই অভিজ্ঞতা নিয়ে আজ (শনিবার) বাম হাতের আঙুলগুলোর অপারেশন সম্পন্ন করেছি।
চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে খুলনার ‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদার (২৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।