যুক্তরাজ্যে একমাত্র বাংলাদেশি ডেপুটি হাইকোর্ট জজ আখলাক
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১৭ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

সিলেটি বংশোদ্ভুত আখলাক চৌধুরী প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যে ডেপুটি হাইকোর্টের জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। গত বছর তিনি ব্রিটেনের কুইন্স (কিউসি) নির্বাচিত হয়েছিলেন।
যুক্তরাজ্যে আইন পেশায় এটাই সবচেযে সন্মানজনক মর্যদা। ব্রিটেনের রানী এলিজাবেথ তাকে এ মনোনয়ন দেন।তাছাড়া এর আগে বিট্রেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার এ সম্মনের অধিকারী হয়েছিলেন।
ব্যারিস্টার আখলাক চৌধুরী কিউসির পৈত্রিক বাড়ি সিলেটের জকিগঞ্জে। ১৯৬৭ সালে তার বাবা আজিজুর রহমান চৌধুরী যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যেই আখলাক চৌধুরীর জন্ম হয়।তৎকালে আজিজুর রহমান ছিলেন স্কটল্যান্ডের এভারডিনের অন্যতম প্রধান রেস্টুরেন্ট ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের সময় আজিজুর রহমান সংগঠক হিসেবে বাংলাদেশের পক্ষে কাজ করেন।
আখলাক চৌধুরী ব্রিটেনের বিখ্যাত কিংস বেঞ্চ ওয়াক-এ প্র্যাকটিস করেন। এ বেঞ্চেই সে দেশের বিখ্যাত সব আইনজীবীরা প্র্যাকটিস করে থাকেন। ২০০৯ সালে তিনি ব্রিটেনের এসই সার্কিটে (SE Circuit) খণ্ডকালীন বিচারকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি সে দেশের ট্রেজারি কাউন্সিল’র অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। গতবছর তিনি ব্রিটেনের আইন পেশার সম্মানজনক ‘কিউসি’ নির্বাচিত হন। কিউসি হওয়ার জন্য অনেক ধাপ পেরিয়ে তবেই আবেদন করার পর পরীক্ষায় বসতে হয়। এরপর প্রেজেনটেশন, ইন্টারভিউ পেরিয়ে কিউসি হিসেবে যোগ্যতা অর্জন করতে হয়। এছাড়া বেশ কয়েকজন বিচারকের রেফারেন্সও এ ক্ষেত্রে প্রয়োজন হয়।
আখলাক চৌধুরী ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক। তার ভাই জুনায়েদ চৌধুরী কেয়ার ইন্টারন্যাশনাল নামক আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা। আর বোন ফেরদৌসী চৌধুরী একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।