- হোম
- >
- কৃষিজ ও প্রাণিজ
- >
- পদ্মা নদীর চর থেকে মেছো বাঘ উদ্ধার
পদ্মা নদীর চর থেকে মেছো বাঘ উদ্ধার
রাজশাহী সদরে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পদ্মা নদীর চর থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি জানানো হয়।
বর্তমানে মেছোবাঘটি বিজিবি হেফাজতে থাকলেও তা রাজশাহীর শহীদ এএইচএম কামারারুজ্জামান চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজিবি-১ ব্যাটালিয়নের প্রেমতলী সীমান্ত ফাঁড়ির হাবিলদার আখতার হোসেন জানান, গতকাল বুধবার (১৬ মার্চ) দিনগত রাত ২টার দিকে সীমান্তে টহলের সময় মেছোবাঘাটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মেছো বাঘটিকে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।