গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে উজ্জ্বল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কমলনারায়নপুর গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল মিয়া ওই গ্রামের শামিম সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, উজ্জল বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।