ভিয়েনায় ৭ মার্চ উদযাপন
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১০ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়া হোটেলে “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ চির অম্লান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ মার্চ বিকালে এই সভার আয়োজন করে অস্ট্রিয়া আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক এম নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান, সিরাজ চৌধুরী, আলী হোসেন, মনিরউদ্দিন প্রমুখ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।