হর্টি কালচার পার্কে খাগড়াছড়ি এক্সপ্রেস
খাগড়াছড়ির বিনোদন প্রেমীদের জন্য হর্টি কালচার পার্কে ‘খাগড়াছড়ি এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করা হলো।
রবিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
৩৮০ ফুট বৃত্তাকার ট্রেনটি চালু করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, নির্মলেন্দু চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা ও প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।