জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি পুলিশের মৃত্যু

কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মঙ্গলবার ৮ মার্চ তার মৃত্যু হয়। ওই কনস্টেবলের নাম মো. আশরাফুল ইসলাম।
পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় আশরাফুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া ও তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। আশরাফুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।