নড়াইলে নেদারল্যান্ড রাষ্ট্রদূতের গ্রাম পরিদর্শন
নড়াইলে সম্পাদিত দক্ষিণ পশ্চিমাঞ্চল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পর্যবেক্ষণ ও এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর উদ্দেশ্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই লিওনি কুয়েলিনেয়ার প্রকল্প মাঠ কার্যক্রম পরিদর্শন করেছেন।
রবিবার (৬ মার্চ) নড়াইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তাবায়িত কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নড়াইলের কালিয়ার চাঁচুড়ি-পুরুলিয়ার পাটেশ্বরী গেট ও সূর্য্যমুখি, নড়াইল সদরের ধোপাখোলা কমলী লতা এবং মুলিয়ার ফাল্গুণী পানি ব্যবস্থাপনা সমিতি পরিদর্শন করেন।
অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মফিজুর রহমানের নেতৃত্বে এ পর্যবেক্ষণে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মোঃ আনিসুর রহমান, পানি ব্যবস্থাপনা সংগঠনের পরামর্শক শাহ্ আহমেদ আলী খান, প্রিন্সিপল ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ করীম, প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক, কালিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ডেপুটি নেজারত কালেক্টর আবু সুফিয়ান, পাঁচ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান প্রমুখ।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, চ্যানেল নাইন এর ইমরান হোসেন, বিডি খবরের ওবায়দুর রহমানসহ অনেকেই।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।