কুকুরের দখলে নড়াইল মডেল পৌরসভার সড়ক
নড়াইল মডেল পৌরসভাসহ বিভিন্ন উপজেলায় কুকুরের তান্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পৌরসভার বিভিন্ন মোড়ে মোড়ে দলবেধে কুকুরের অবাধ চলাফেরায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।
পৌর কর্তৃপক্ষের কয়েক বছর ধরে কুকুরনিধন কার্যক্রম নেই বললেই চলে। ফলে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধিসহ উপদ্রব বেড়েই চলেছে। শহরের অধিকাংশ এলাকায় ময়লার ভাগাড়গুলোতে কুকুরের জটলা স্থায়ী রূপ নিয়েছে। রাতের বেলায় কুকুর রাস্থায় শুয়ে-বসে থাকার ফলে অনেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এছাড়া চলাফেলায় পথচারী থেকে শুরু করে নারী ও শিশুদের হাতে থাকা কোন প্রকার ব্যাগ দেখলেই কুকুরগুলো বেপরোয়া হয়ে ওঠে। এদের জন্য এখন রাস্থায় চলা দায় হয়ে পড়েছে।
গত কয়েক সপ্তাহের ব্যবধানে পাগলা কুকুরের হিংস্র আক্রমণের শিকার হয়ে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ২০ জনের বেশি আক্রান্ত হয়ে রক্তাক্ত জখম হয়েছেন। কুকুর উৎপাত বন্ধে কর্তৃপক্ষের কাছে আবেদন করেও প্রতিকার মেলেনি।
শহরের রূপগঞ্জ বাজার, কালীবাড়ি মোড়, মুচিপোল বটতল, চৌরাস্তা, পুরাতন বাস টার্মিনাল, কলেজ রোড, পুলিশ লাইন রোড, রূপগঞ্জ বাস স্ট্যান্ডসহ বিভিন্ন রোডে বেওয়ারিশ কুকুরের দল রীতিমত মহড়া দিচ্ছে। সুযোগ পেলেই তারা হিংস্র আক্রমণ করে লোকজনদেরকে আক্রান্ত করছে। কুকুরের আক্রমণে যারা আহত হয়েছেন তাদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
শহরের কয়েকজন ব্যবসায়ী জানান, কুকুরের দল প্রায়ই হোটেল-রেঁস্তোরার খাবার তৈরির জিনিসপত্রে মল-মূত্র ত্যাগ করে। এছাড়া বেশির ভাগ কুকুর বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবাণু ছড়াচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী বিনয় কৃষ্ণ দাস, গৌতম মল্লিক, দীপক কুন্ডু, নয়ন দাস জানান, শহরের বিভিন্ন অলিগলিতে পাগলা কুকুরের কারণে বাসায় যাতায়াত ও রাস্থায় হাটা যায় না। মানুষ দেখলেই কুকুর তেড়ে আসে। রামকৃষ্ণ আশ্রম এলাকাসহ শহরের অলিগলি ও গ্রামগঞ্জে এসব কুকুর দলবেঁধে ঘোরাফেরা করায় জনতা আতংকে থাকেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।