ওমানে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

ভাগ্য পরিবর্তনের আশায় ৭ বছর আগে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর দক্ষিণপাড়া গ্রামের শামছুল ইসলাম ও ৫ বছর আগে একই গ্রামের বদর নুর ওমানে পাড়ি দিয়েছিলেন।
২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টায় ওমানের ছেদা এলাকা থেকে টেক্সিযোগে ছালালা আরবাবের (কফিল) কাছে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী শামছুল ইসলাম (৪৫) ও বদর নুর (৩৫) নামের দু’শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় টেক্সির অপরযাত্রী চট্রগ্রামের মিরশরাইল উপজেলার মিজানুর রহমান (৩০), টেক্সিচালক কুড়িগ্রাম জেলা সদরের বাসিন্দা জাহিদুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ওমানে শামছুল ও বদরনুরের মৃত্যুর খবর শোনার পর থেকে নিহতের পরিবারসহ মোহনপুর গ্রামে গভীর শোক নেমে আসে। তাদের কান্নায় যেন এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।