গাইবান্ধায় বাসচাপায় পুলিশসদস্য নিহত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি বাসের চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মোঃ ওবায়দুর রহমান (৪১)।
রবিবার রাত সাড়ে ৩টায় উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ি হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকাল গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গফুর জানান, ওবায়দুর রহমান গোবিন্দগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রবিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে ডিউটি করছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপায় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওবায়দুল রহমান দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলার মৃত আবদুল ওয়াহেদের ছেলে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।