টিকিটের জন্য হাহাকার, স্বয়ং মাশরাফি পেয়েছেন পাঁচটা
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
গতকাল সকালে টিকিট না-পেয়ে পুলিশের সঙ্গে টিকিট-উৎসাহীদের সংঘর্ষ। দেশের ডাকসাইটে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন টিকিট না পাওয়ায়। ক্রিকেট প্রেমিরা দশ গুণ বেশি দাম দিয়ে টিকিট কিনতে তৈরি, এটাও বোঝা যাচ্ছে।
কিন্তু যারা ভারতের সঙ্গে যারা ফাইনাল খেলবে তারাই নাকি কেউ কেউ তাদের কোটার টিকিট পায়নি। মাইকে বাংলাদেশ অধিনায়ককে জিজ্ঞেস করা হল, আপনি ক’টা টিকিট পেয়েছেন? মাশরাফি মর্তুজা ডান হাত তুলে দেখালেন পাঁচটা।
ভাবাই যায় না, মাশরাফি যিনি বকলমে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট, তিনি পরিবার-বন্ধু-স্পনসর সব মিলে মাত্র পাঁচটা টিকিট পেয়েছেন। তার টিমের এক উঠতি ক্রিকেটার শুনলাম বিলাপ করেছে যে তাকে মাত্র দু’টো টিকিট দেওয়া হয়েছে।
স্টেডিয়ামের জনবল ধারন ক্ষমতা ২৫ হাজার। সেখানে
তিনশো জন এমপি পাঁচটা করে টিকিট মানে ১৫০০।
প্রধানমন্ত্রী শুরু থেকে আসবেন মানে তাঁর ব্যারিকেড ৫০০।
সমস্ত ক্লাব আর রেজিস্টার্ড প্লেয়ার ৩০০০।
আর্মি ২০০০।
আমলা এবং তাঁদের বায়না-সহ ২০০০।
মন্ত্রীদের ব্যক্তিগত টিকিট ১০০০।
মাত্র পঁচিশ হাজার টিকিট থেকে এতগুলো চলে গেলে কত থাকল ভেবে দেখুন? তথ্যগুলো ঠিক না ভুল জানি না তবে এ জাতীয় আলোচনা ক্রিকেট মহলের খোপে খোপে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।